২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সর্বশেষ
  10. সারাদেশ

আসছে নাটক ‘মতিনের ফেসবুক প্রেম’

প্রতিবেদক
subeditor
সেপ্টেম্বর ১৯, ২০২৪ ৫:৫৩ পূর্বাহ্ণ

ফেসবুকে প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক “মতিনের ফেসবুক প্রেম”। আগামী ২৫ অক্টোবর সন্ধ্যা ৭ টায় রিলিজ পাচ্ছে এম এইচ মুন্না’র রচনা ও পরিচালনায় এই নির্মিত নাটকটি। মূলত এই নাটকটিতে ভূয়া আইডির বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্কে জড়ানো এক মতিনের প্রেম কাহিনীকে কেন্দ্র করে গল্পটি সামনে এগোয়। এতে অভিনয় করেছেন,  এম এইচ মুন্না, সুমন আহমেদ বাবু, রেশমা আহমেদ, অধরা নীহারিকা, সঞ্জীব আহমেদসহ আরও অনেকে।

এম এইচ মুন্না প্রযোজনা প্রতিষ্ঠানের প্রধান এম এইচ মুন্না প্রতিবেদককে  বলেন, “মতিনের ফেসবুক প্রেম” নাটকটি দর্শকের চাহিদার উপর নির্ভর করে তৈরী করা হয়েছে। আশা করছি, এই নাটকটি দর্শকদের ভালো লাগবে।

এম এইচ মুন্না প্রযোজনা প্রতিষ্ঠানের বিগত দিনে যে নাটকগুলো দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন “হাবু চোর”, “বেকুব জামাই, বিয়ে পাগল বুলবুল, চুরি করা বউ। এই নাটকগুলো MH Munna Production এর ইউটিউবে মুক্তি পেয়েছে।

এছাড়াও বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইনের পর্দায় মেগা ধারাবাহিক “মহানায়ক” নাটকটিতে রবি খান চরিত্রে এম এইচ মুন্না কে দেখা যাবে। মহানায়ক নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আলী সুজন। এম এইচ মুন্না আরও জানান, ১ অক্টোবর থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইনের পর্দায় নাটকটি সপ্তাহে দু’দিন নিয়মিত দেখা যাবে।

সর্বশেষ - বিনোদন

সর্বোচ্চ পঠিত - বিনোদন