২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সর্বশেষ
  10. সারাদেশ

টঙ্গী‌তে ৮ ঘণ্টা পর মহাসড়ক থেকে সরলেন শ্রমিক‌রা, কাটছে যানজট

প্রতিবেদক
subeditor
সেপ্টেম্বর ২৩, ২০২৪ ১২:৫৬ অপরাহ্ণ
টঙ্গী‌তে ৮ ঘণ্টা পর মহাসড়ক থেকে সরলেন শ্রমিক‌রা, কাটছে যানজট

 

টঙ্গী (গাজীপুর) প্রতি‌নি‌ধি

গাজীপু‌রের টঙ্গী‌তে বেতন ভাতাসহ বিভিন্ন দাবিতে সিজন্স গার্মেন্টসের শ্রমিকেরা প্রায় ৮ ঘণ্টা ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। আজ সোমবার সকাল ৮টা থে‌কে শুরু করে টানা বিকেল ৪টা পর্যন্ত অব‌রোধ করে রাখেন তারা। পরে সেনাবা‌হিনী ও শিল্প পু‌লি‌শ তাদের সড়ক থেকে সরিয়ে দিলে বি‌কেল সা‌ড়ে চারটার দিকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

আজ টঙ্গীর গাজীপুরা এলাকায় এ বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা।

জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর গাজীপুরা ফ্লাইওভারের দক্ষিণ পাশে এশিয়া পাম্পের সামনে শ্রমিকরা তিন মা‌সের বেতন ও ছু‌টি টাকার দা‌বিতে বিক্ষোভ ক‌রেন। সকাল সা‌ড়ে ৮টা থে‌কে গাজীপুরা এলাকায় সিজন্স ড্রেসেস লি‌মি‌ডে‌টের শ্রমিকরা আন্দোলনে না‌মেন। আন্দোলনের আগে শাখা সড়ক থে‌কে মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়‌কে অবস্থান নেন তারা। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দু’পা‌শে যান চলাচল বন্ধ হ‌য়ে যায়।

আন্দোলনরত শ্রমিকরা জানান, তিন মা‌সের বেতন ও এক বছ‌রের ছু‌টির টাকা দি‌চ্ছে না কর্তৃপক্ষ। প্রথম আন্দোলনের পর এক মা‌সের অর্ধেক বেতন দেওয়া হয়। এতে আমা‌রা ঘর ভাড়া দি‌তে পার‌ছি না।
ফলে বা‌ড়ির মা‌লিক আমা‌দের সঙ্গে খারাপ ব্যবহার ক‌রছেন। এই অবস্থায় আমরা কি কর‌ব ভে‌বে পা‌চ্ছি না। তাই বাধ্য হ‌য়ে মহাসড়ক অ‌বরোধ ক‌রে রে‌খে‌ছি।

আন্দোলনরত শ্রমিক রুনা জানান, এক বছর ধ‌রে বেতন নি‌য়ে ঝা‌মেলা কর‌তে‌ছে। তিন মা‌সের বেত‌নের ম‌ধ্যে মাত্র এক মা‌সের বেতনের অর্ধেক দি‌য়ে‌ছে। আমা‌দের দা‌বি মে‌নে নেওয়া না পর্যন্ত আন্দোলন চল‌বে। দরকার হলে রাস্তায় শুয়ে পড়বে। তারপরও দা‌বি মানা না পর্যন্ত আন্দোলন থাম‌বে না।

গাজীপুর শিল্প পু‌লি‌শের টঙ্গী জো‌নের সহকা‌রী পু‌লিশ সুপার মোশাররফ হোসেন বলেন, যৌথ বা‌হি‌নীর সহ‌যোগিতায় ৮ ঘণ্টা পর শ্রমিকরা সড়ক থেকে সরেছেন। এখন যান চলাচল স্বাভাবিক

সর্বশেষ - বিনোদন

সর্বোচ্চ পঠিত - বিনোদন