মেডিকেল প্রতিবেদক :
মুন্সীগঞ্জের চর বাংলাবাজার এলাকার নদীতে ডাকাত দলের গুলিতে মোঃ রুহুল আমিন (৪৫) নামে এক ড্রেজার কর্মী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতের দিকে এই ঘটনাটি হয়।
পরে শুক্রবার ভোরে মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।
আহতের মামা শওকত জানান, ‘রাতে বাংলাবাজার নদীতে ড্রেজার দিয়ে বালু তোলার সময় একটি ডাকাত দলের সদস্যরা কোন কিছু না বোঝার আগেই রুহুল আমিনকে লক্ষ্য করে পেট ও পিঠে গুলি করে। এ সময় তারা রুহুল আমিনের কাছে থাকা নগদ ৪ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে আমরা খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় রুহুলকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।’