বিশেষ প্রতিনিধি:
ফাইল ছবি :
স্বৈরাচারী সরকারের পরিবারের সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন খাত থেকে কোটি কোটি টাকা আত্মসাতের দ্বায়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আজিমপুর শাখার হিসাব রক্ষক রোকসানা আক্তার ও তার স্বামী মোঃ আক্তারের হোসেনের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।
জানা যায়, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আজিমপুর শাখার হিসাব রক্ষক রোকসানা আক্তার ও তার স্বামী মো:আখতার হোসেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম শাখার চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী। স্বামী স্ত্রী উভয়েই স্বৈরাচারী আওয়ামী পরিবারের সদস্য পরিচয় দিয়ে আসবাবপত্রসহ আনুষঙ্গিক পণ্য কেনাকাটায় ভুয়া বিল ভাউচার দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করেছেন বলে জানা যায়। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের মাঠ কর্মীদের নিকট থেকে অডিট ও ভ্রমণ ভাতা কর্তনসহ বিভিন্ন দিবস উদযাপনের কথা বলে অতিরিক্ত টাকা নিয়ে পকেটস্হ করেছেন। নানা অনিয়মের কারণে তার স্বামী আক্তার হোসেনকে বাধ্যতামূলক চাকরি থেকে অবসর দেওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বামী- স্ত্রী উভয়েই সক্রিয় ছিলেন, যে কারণে ছাত্র হত্যার দায়ে মিরপুর মডেল থানায় তার স্বামী আক্তার হোসেনের নামে মামলা হয়। ক্ষমতার অপব্যবহার ও ঘুষ দুর্নীতির মাধ্যমে স্বামী- স্ত্রী গড়ে তুলেছেন অবৈধ সম্পদের বিশাল এক সাম্রাজ্য নামে বেনামে কিনেছেন প্রচুর সম্পত্তি অর্জন করেছেন বিপুল পরিমাণ নগদ অর্থ। তাদের অর্জিত অবৈধ সম্পদের সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরা হলো :- মিরপুরে রোকসানা ভীলা নামে আলিশান বাড়ি যার বাসা- নং -৩, রোড -নং -২৭, ব্লক- ডি, সেকশন ১০, উত্তরার ১৩ নং সেক্টরে রোড নং-৮, বাসা -৯১/৫ এর দ্বিতীয় ও তৃতীয় তলায় ছেলের নামে ২ টি ফ্ল্যাট, উদয়ন স্কুলের সামনে আছে দুইটি বিলাস বহোল গাড়ি, সুভাষ টু টাওয়ারের মোবাইলের দোকান সহ নিজ এলাকায় শত শত বিঘা ফসলি জমি কিনেছেন এই দম্পতি।
এ বিষয়ে মন্তব্য জানতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের হিসাবরক্ষক রোকসানা আক্তারের অফিসে গিয়ে তাকে না পেয়ে মুঠোফোনে একাধিক বার চেষ্টা করেও যোগাযোগ করেও মন্তব্য নেয়া সম্ভব হয়নি ফোন না ধরার কারণে।