মেডিকেল প্রতিবেদক :
ফাইল ছবি
মেডিকেল প্রতিবেদক :
ফাইল ছবি
রাজধানী শাহবাগের বকশিবাজার মোড় থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৫০ বছর। আজ বৃহস্পতিবার বেলা সোয়া তিনটার দিকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। এরপর পরীক্ষা করে ঢামেকের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক জিয়াউল হক বলেন, ‘আজ দুপুরে দিকে জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) খবর পেয়ে বকশিবাজার মোড়ে যাই। সেখানে সাদা পাঞ্জাবী পরা অজ্ঞাতনামা ওই ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে আছে। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক জানান ওই ব্যক্তি বেঁচে নেই।’
জিয়াউল হক আরও বলেছেন, ‘ঘটনাস্থলের আশপাশের লোকদের জিজ্ঞেস করে আমরা ওই ব্যক্তির নাম পরিচয় জানতে পারিনি। তাই প্রযুক্তির সহায়তায় তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।